Posts

Showing posts with the label Paris Olympic

নারী সাফ ফাইনাল ২০২৪ : দুই চাকমার গোলে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

Image
    দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব বাংলাদেশের শেষ বাঁশি বাজতেই দশরথের গ্যালারিকে স্তব্ধ করে উল্লাসে ফেটে পড়েন বাংলাদেশের মেয়েরা। শিরোপা জয়ের উদ্‌যাপন বলে কথা! সেই নেপালকে আবারও হতাশায় ভাসিয়ে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব নিজেদের করে নিল বাংলাদেশ। ফাইনালের জমজমাট লড়াই শেষে বাংলাদেশের জয় ২–১ গোলে। শুরুতে বাংলাদেশের হয়ে গোল করেন মনিকা চাকমা। এরপর আমিশা কার্কির গোলে সমতা ফেরায় নেপাল। তবে শেষ দিকে ঋতুপর্ণা চাকমার দারুণ এক গোলে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ। বাংলাদেশের একাদশ রুপনা চাকমা, মাসুরা পারভীন, শিউলি আজিম, আফঈদা খন্দকার, শামসুন্নাহার সিনিয়র, মারিয়া মান্দা, মনিকা চাকমা, সাবিনা খাতুন, তহুরা খাতুন, ঋতুপর্ণা চাকমা ও শামসুন্নাহার জুনিয়র। দশরথে জনস্রোত  ও পরবর্তী  ধারাবাহিক ঘটনাপ্রবাহ স্থানীয় ফুটবল জনতা শিরোপা উৎসবের আশায় ভিড় জমিয়েছেন রঙ্গশালার গ্যালারিতে। ফাইনাল শুরুর দেড় ঘণ্টা আগেই কাঠমান্ডুর ১৫ হাজার দর্শক ধারণ ক্ষমতার গ্যালারি প্রায় পরিপূর্ণ হয়ে যায়। ‘নেপাল’, ‘নেপাল’ স্লোগানে তাঁরা মাতিয়ে রেখেছেন চারপাশ। অনেকের হাতে নেপালের পতাকা। স্টেডিয়ামে তৈরি হয়েছে উৎসবের পরিবেশ। কাঠমান্ড...

Hunter Woodhall watched his wife become Olympic champion in Paris.

Image
 US runner Tracker Woodhall doesn't have to look far for motivation at the current year's Paralympic Games. The 25-year-old gets the opportunity to win his most memorable Paralympic gold award in the 400m T62, having watched his significant other Tara Davis-Woodhall become the Olympic long-hop champion only fourteen days prior. Woodhall had headed out to watch his accomplice contend in the French capital and was the principal individual to celebrate with her when she won the gold award - the pair sharing a profound hug as she jumped into his arms at the front of the arena. Ladies' long leap gold medalist Tara Davis-Woodhall, of the US, responds on the platform on Friday, August 9. related article Tara Davis-Woodhall's drawn out, difficult experience to the highest point of the platform "It was mind blowing, so strange. I'm so glad. I've never needed something so gravely for another person," Woodhall told CNN Game prior to flying out to Paris. "Ea...